• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ভারতের পাঁচ শতাধিক সিনেমা হলে ‘মুজিব’

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩  

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ-তিতিক্ষা বড় পর্দায় তুলে ধরার প্রয়াসে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। ১৩ অক্টোবর দেশে মুক্তি পেলেও আজ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি। এরমধ্যে ভারতেই মুক্তি পেয়েছে ৫০০ সিনেমা হলে। বিএফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন। 

তিনি জানিয়েছেন, আজ (২৭ অক্টোবর) থেকে চলতি সপ্তাহের পুরোটাজুড়ে ভারতের ৫০৩টি প্রেক্ষাগৃহে দৈনিক ৬৮২টি শো প্রদর্শিত হবে ছবিটির। এরমধ্যে মুম্বাইয়ে সর্বোচ্চ ১০৩টি হলে মুক্তি পেয়েছে ছবিটি। এরপর যথাক্রমে কলকাতায় ১০০টি ও দিল্লীর ৭৫ হলে মুক্তি পেয়েছে ছবিটি। এভাবে ভারতের মোট ১২টি অঞ্চলে ছবিটি মুক্তি পেয়েছে প্রথম সপ্তাহে।

এ উপলক্ষে বুধবার (২৫ অক্টোবর) দেশটিতে আয়োজন করা হয়েছিল ছবিটির বিশেষ প্রদর্শনীর। এতে হাজির হয়েছিলেন বলিউডের নামকরা সব তারকা। নাসিরুদ্দিন শাহ, অদিতি রাও হায়দারিসহ অনেকে ছিলেন। এছাড়া ছবিটির সংগীত পরিচালক শান্তনু মৈত্র, অভিনেতা রজিত কাপুর, গায়িকা শ্রেয়া ঘোষাল, গুণী অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণি অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ উপস্থিত ছিলেন।

‘মুজিব: একটি জাতির রূপকার’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিটি নির্মাণ করেছেন বলিউডের বায়োপিক মাস্টার খ্যাত শ্যাম বেনেগাল। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি।

আরিফিন শুভ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক শিল্পী।

আজকের খুলনা
আজকের খুলনা