• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ময়মনসিংহে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

আজকের খুলনা

প্রকাশিত: ১০ মার্চ ২০১৯  

প্রধান শিক্ষকের পরের গ্রেড ১১তম গ্রেডের বেতন দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

রোববার (১০ মার্চ) দুপুরে নগরীর টাউন হলের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা শেখ রাসেল মোহাম্মদ নুরুল্লাহ, নূর আলম সিদ্দিকী, আনোয়ার হোসেন, নাজমুল ইসলাম ফারুকুল ইসলাম, আতিকুল ইসলাম ও মফিজুল ইসলামসহ ময়মনসিংহের ১৩ উপজেলার সব প্রাথমিক সহকারী শিক্ষকরা।

মানববন্ধনে নেতারা জানান, গত পে-স্কেল থেকে সহকারী শিক্ষকরা চারটি গ্রেডের বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। নির্বাচনী ইস্তেহারে প্রধানমন্ত্রী সহকারী শিক্ষকদের ন্যায্যতার ভিত্তিতে বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন শিক্ষকরা।

আজকের খুলনা
আজকের খুলনা