• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফরম পূরণ না করেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ !

আজকের খুলনা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

স্কুলের টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, এমনকি স্কুলের ফরম পূরণ কার্যক্রমেও অংশ নেয়নি। এরকম দু'জন পরীক্ষার্থী ময়মনসিংহ শিক্ষাবোর্ড থেকে প্রবেশপত্র নিয়ে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বোর্ডের কর্মচারী মহসিন আলম রনির সহযোগিতায় প্রবেশপত্র সংগ্রহ করেছে বলে লিখিতভাবে জানিয়েছে ওই দুই পরীক্ষার্থী। তবে শিক্ষাবোর্ড চেয়ারম্যানের দাবি, ওই নামে শিক্ষাবোর্ডে কোনো কর্মচারী নেই। বিষয়টি তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে মনোয়ারা ও হ্যাপী আক্তার নামে দুই শিক্ষার্থী অকৃতকার্য হয়। কিন্তু ওই দুই শিক্ষার্থী বোর্ডের প্রবেশপত্র নিয়ে গৌরীপুরের সরকারি আরকে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা লিখিতভাবে প্রধান শিক্ষককে জানায়, শিক্ষাবোর্ডের কর্মচারী মহসিন আলম রনির মাধ্যমে তারা পরীক্ষার ফরম পূরণ করেছে। বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নিতে শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন ময়মনসিংহ গৌরীপুরের ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম চন্দ্র রায়।

তিনি বলেন, কেন্দ্র থেকে আমাকে অবগত করেছে দুইটা প্রবেশপত্র কেন্দ্রে গেছে। আমি যে ফরম ফিল-আপ করিয়েছি তার সাথে মিল নেই। এদিকে টেস্টে অকৃতকার্য হয়েও দুই শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন বাদ পড়া শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।

তবে শিক্ষাবোর্ড চেয়ারম্যানের দাবি, মহসিন আলম রনি নামে শিক্ষাবোর্ডে কোনো কর্মচারী নেই। বিষয়টি তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল বলেন, এটা কার ভুল হয়েছে এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে আমার বোর্ড সংশ্লিষ্ট কেউ ভুল করে তাকে অবশ্যই আমি ব্যবস্থা নিবো। 

গৌরীপুরের শতবর্ষী এই বিদ্যালয় থেকে এসএসসি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয় ২শ ৪৫জন । আর অকৃতকার্য হয় ১৪ জন।

আজকের খুলনা
আজকের খুলনা