• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ভালুকায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ

আজকের খুলনা

প্রকাশিত: ১০ মার্চ ২০১৯  

ময়মনসিংহের ভালুকার কাচিনায় আবুল হোসেনের ছেলে সিএনজি চালক শফিকুল হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো, ভালুকা সদরের আবিদুল হালিম মাস্টারের ছেলে জিয়াউল হাসান শান্ত (৩৫), ছোট কাশর এলাকার মো. আফাজ উদ্দিনের ছেলে মো. ইসমাইল (২৭) এবং শ্রীপুর গাজীপুরের সিরাজ উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (৩৩)।

রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা ১ম আদালতের বিজ্ঞ বিচারক মো. ইকবাল হোসেন এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ মার্চ গাজীপুর থেকে সিএনজি ভাড়া নেয় আসামিরা। সময় ও সুযোগ পেয়ে ভালুকার জামিরদিয়া বিলাইজুরা খালপাড় জঙ্গলে আসামিরা তার দিয়ে পেঁচিয়ে সিএনজিচালক শফিকুল ইসালামকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। পরে ১৪ মার্চ নিহতের বাবা আবুল হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এ বি এম নুরুজ্জামান খোকন ও আসামি পক্ষের আইনজীবী বিশ্বনাথ পাল মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষের ১১ জন ও আসামি পক্ষের ২জন স্বাক্ষীর স্বাক্ষ্য ও যুক্তি-তর্ক শেষে বিচারক এ আদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্ত জিয়াউল হাসান শান্ত ও মো. ইসমাইল আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি সুরুজ মিয়া পলাতক।

আজকের খুলনা
আজকের খুলনা