• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

গুলশানের ধানসিঁড়ি রেস্তোরাঁকে ৫ লাখ টাকা জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

রান্নাঘর নোংরা। ভেতরে ঢুকতেই নাকে আসে দুর্গন্ধ। এছাড়া রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে খোলা অবস্থায় রাখা। এসব অপরাধে রাজধানীর গুলশানের ধানসিঁড়ি রেস্তোরাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার রাজধানীর গুলশান-২ এলাকার ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী।

Dhanshiri-2.jpg

তিনি জানান, গুলশান-২ এর ধানসিঁড়ি রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় রেস্তোরাঁটির রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা দেখতে পাওয়া যায়। ভেতরে ঢুকতেই প্রচণ্ড দুর্গন্ধ। কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার রেফ্রিজারেটরে একত্রে খোলা অবস্থায় পাওয়া যায়। এসব অপরাধে ধানসিঁড়ি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান শিকদার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা