• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মঠবাড়িয়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর দ্বন্দ্বে ২০ জন আহত

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯  

পিরোজপুরের মঠবাড়িয়ায় নৌকার প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারেফ সাকু ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোও রয়েছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এ রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে চলমান উপজেলা নির্বাচনে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুলিসাখালী বাজারে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী গণসংযোগ চলছিলো।

গণসংযোগ শেষে শহরে ফেরার পথে প্রতিপক্ষ স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের (আনারস প্রতীক) সমর্থকেরা অতর্কিতে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারেফ সাকু ও আওয়ামী লীগ নেতা হলতা গুলিসাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো এবং যুব মহিলা লীগের নেত্রী রোজিসহ ২০ জন আহত হয়।

আহতদের স্থানীয় জনতা পুলিশের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহদের মধ্যে নৌকার প্রার্থী মোশারেফ সাকুুসহ পাঁচজনের অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রবিবার দুপুরে হামলার ঘটনার প্রতিবাদে নৌকা প্রতীকের পক্ষে ও স্বতন্ত্র প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে দায়ী করে। আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌসের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান দলীয় মনোনয়ন না পেয়ে তার ভাই স্বতন্ত্র প্রার্থী (আনারস) রিয়াজ উদ্দিনের সমর্থকরা নির্বাচনে পরাজয় জেনে এ সন্ত্রাসী হামলা চালিয়ে নির্বাচনী পরিবেশ বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।

অপরদিকে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ তার নির্বাচনী কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে লিখিত অভিযোগে বলেন, ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলমের নেতৃত্বে গুলিসাখালী বাজারে তার (আনারস প্রতীক) নির্বাচনী কার্যালয় ও ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করে। তার সমর্থক ইউপি সদস্য আলাউদ্দিনকে মারধর করে। এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে নৌকা প্রার্থী ও সমর্থকদের ওপর পাল্টা হামলা চালায়।

 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলার সব স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা