• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করলেন এমপি সেঁজুতি

আজকের খুলনা

প্রকাশিত: ২০ মার্চ ২০২৪  

সাতক্ষীরায় প্রধান শিক্ষকদের ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রদর্শন করলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। কর্মশালায় জেলার প্রায় ২০৩ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেছে। মঙ্গলবার(১৯ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহরতলীর তালতলা মাধ্যমিক বিদ্যালয় এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।

আজ ছিল দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। এমপি সেঁজুতি প্রশিক্ষণার্থী প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের খুইব ভালোবাসেন। দাবীর আগেই শিক্ষকদের পাঁচ শতাংশ ভাতা বৃদ্ধি করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য যা করেছেন তা ভুলে গেলে চলবে না। অনেক শিক্ষক আছেন যারা আওয়ামী লীগকেই পছন্দ করেন না।

এতো কিছু পেয়েও ধন্যবাদ ও কৃতাজ্ঞাতা প্রকাশ করিনা। এটা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, আমি একজন শিক্ষক, শিক্ষকতা আমার প্রিয় পেশা। আমার বাবা জীবনের শেষ পর্যন্ত শিক্ষকতা করে গেছেন। এতো ব্যবস্তার মাঝেও আপনাদের মাঝে ছুটে এসেছি। আমি কথায় না কাজে বিশ্বাসী। কাজে প্রমাণ দেবো। সংসদে শিক্ষকদের সমস্যা ও দাবীর কথা তুলে ধরবো।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু, আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নাসরিন খানম লিপি, সুন্দরবন টেক্সটাইল মিলস্ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী শাহাজান সিরাজ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মুমিনুল ইসলাম, নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজাউল করিম, তুজুলপুর স্কুলের আবুল কাশেম, পার্থ সারথী সেন।

আজকের খুলনা
আজকের খুলনা