• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

২৫ টাকার ইনজেকশন ৩০০ টাকা, জরিমানা ৪০ হাজার টাকা

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯  

কুষ্টিয়ায় ২৫ টাকার একটি ইনজেকশনের দাম ৩০০ টাকা নেওয়ায় ফার্মেসীর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে ফার্মেসীর মালিক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জরিমানার অর্থ পরিশোধ করেন।

কুষ্টিয়া ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গত ৬ ডিসেম্বর কুষ্টিয়া পৌর গোরস্থানপাড়া এলাকার হিকমাহ হাসপাতাল ফার্মেসীতে একটি ইনজেকশন কিনতে যান নিলয় নামের এক ব্যক্তি। কিন্তু বিক্রেতা ঐ ইনজেকশনের দাম নেন ৩০০ টাকা। নিলয় খোঁজ নিয়ে জানতে পারেন ঐ ইনজেকশনের প্রকৃত দাম ২৫ টাকা। পরে ৮ ডিসেম্বর নিলয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দেন।

২২ ডিসেম্বর উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক আসলাম হোসেন অভিযোগকারীকে ক্ষতিপূরণ হিসেবে জরিমানার ২৫ শতাংশ (১০ হাজার) টাকা প্রদান করেন।

আজকের খুলনা
আজকের খুলনা