• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফেনসিডিলসহ পুলিশের কথিত সোর্স আটক

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯  

যশোরের কোতয়ালি থানার সাবেক এসআই হাসানুর রহমানের কথিত সোর্স ইয়াসির আরাফাতকে পুলিশের হ্যান্ডকাফ, ব্যাগ, মোটরসাইকেল ও ফেনসিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ।

আজ রোববার দুপুরে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ এ তথ্য জানান। আটক ইয়াসির আরাফাত যশোর সদরের ক্ষিতিবদিয়া গ্রামের জয়নাল মন্ডলের ছেলে।

মারুফ আহম্মেদ জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় যশোর সদরের আব্দুলপুর বাজারের শাহাদৎ মার্কেটের সামনে থেকে ইয়াসির আরাফাতকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল, পিঠে ঝোলানো পুলিশ লেখা একটি ব্যাগ, একজোড়া হ্যান্ডক্যাপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলের সামনে পুলিশের স্টিকার মারা নেমপ্লেট লাগানো রয়েছে।

আটক ইয়াসির আরাফাত যশোর কোতয়লি থানার সাবেক এসআই (সিভিল টিমের) হাসানুর রহমানের কথিত সোর্স হিসেবে কাজ করতেন। জব্দকৃত মোটরসাইকেলটিও এসআই হাসানুর রহমান ব্যবহার করতেন এবং ইয়াসির আরাফাতকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাতেন বলেও জানান তিনি।

এসআই হাসানুর রহমানকে কোতয়ালি থানা থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি বদলি করা হয়। তিনি কথিত সাদ পেপাকের টিমের দায়িত্ব পালন করতেন।

যশোর ডিবি পুলিশের এসআই সোলাইমান আক্কাস ফেনসিডিলসহ পুলিশের একজোডা হাতকড়া ও মোটরসাইকেল আটকের কথা নিশ্চিত করেছেন। তবে তিনি এসআই হাসানুজ্জামানের সোর্স হিসেবে কাজ করতেন কি-না তা সে বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। এই ঘটনায় কোতয়ালি থানায় দুইটি মামলা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা