• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯  

কুষ্টিয়ায় চাঞ্চল্যকর আওয়ামী লীগ কর্মী নূরুল ইসলাম হত্যা মামলায় ৫ আসামীর মৃত্যুদণ্ড  এবং অপর ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ আরও ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ বেলা সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার মতিয়ার রহমান, মো: মাসুদ, পারভেজ, হাবিবুর রহমান হবি ও সরোয়ার হোসেন। অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডের আসামীরা হলেন একই এলাকার কবির হোসেন, ফজলুর রহমান, খালেকুজ্জামান ভুট্টো, মিজানুর রহমান রকি, আব্দুস সালাম ও এনায়েত রহমান।

মামলার ইজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ ডিসেম্বর বিকালে মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার আওয়ামী লীগ কর্মী নরুল ইসলাম কামারডাঙ্গা থেকে বিকেলে পোড়াদহ বাজারে যাচ্ছিলেন। পথে পোড়াদহ স্কুলের সামনে আসামীরা ধারালো দেশী অস্ত্র দিয়ে নূরুল ইসলামকে এলোপাথাড়ী আঘাত করে । এরপর তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান। পরদিন নিহত নুরুল ইসলামের ছেলে শাহিনুর রহমান সজিব বাদী হয়ে ১৯ জনকে আসামী করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । দীর্ঘ তদন্ত শেষে ১৯ জন আসামীর মধ্যে ১৭ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগ পত্র দাখিল করেন পুলিশের তদন্ত কর্মকর্তা । 

আজকের খুলনা
আজকের খুলনা