• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

মসজিদের দেয়াল ধসে পথচারী শিশুর মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯  

নড়াইলের কালিয়া উপজেলার কেন্দ্রীয় মসজিদ ভাঙার সময় দেয়াল ধসে এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নেওয়া হলে আজ সকাল নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর নাম আকাশ মোল্যা  (১০)। সে পৌরসভার বড়কালিয়া এলাকার হোসাইন মোল্যার ছেলে।

জানা যায়, কালিয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদটির সরকারিভাবে নতুন ভবন নির্মাণের জন্য পুরনো মসজিদটি ভাঙার কাজ চলছিল। সকাল সাড়ে আটটার দিকে মসজিদের পাশের দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে পথচারী আকাশ মোল্যা চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃষ্টির কারণে সংস্কারকৃত মসজিদের দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এর চাপায় এক আকাশ মোল্যা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আজকের খুলনা
আজকের খুলনা