• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

গাংনীতে সংঘর্ষে ৭ জন আহত

আজকের খুলনা

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯  

গাংনীর পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একইপক্ষের ৩ জন মহিলাসহ ৭ জন গুরুতর আহত হয়েছে।শনিবার সকাল ৮ টার সময় সাহারবাটি বাঙ্গাল পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতের গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, আব্দুল জব্বার শাহ (৬৫), তার স্ত্রী সরলা খাতুন (৫৮), আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (৩০), আব্দুল হামিদের স্ত্রী আছিয়া খাতুন (৫৫), আব্দুল হামিদের ছেলে উজ্জ্বল আলী (৩৫), লাল বাবু ওরফে লাল চাঁদ (৩০), লালবাবুর স্ত্রী সোনিয়া খাতুন (২৮), রফিকুলের ছেলে রাসেল আহমেদ (২২)। আহতের মধ্যে আব্দুল জব্বার ও উজ্জলের অবস্থা আশংকাজনক হলে তাদের কুষ্টিয়া ও নাটোরে রেফার্ড করা হয়েছে।

গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিনের জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। সাহারবাটি গ্রামের কৃষক জব্বার শাহের বাড়ির সামনে ৫ শতক খাস জমি নিয়ে আব্দুল জব্বারের ভাই আব্দুর রশীদের সঙ্গে প্রতিবেশী মফেজউদ্দীনের ছেলেদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মফেজউদ্দীনের ছেলে শুকুর আলী, রইছদ্দীন, সেন্টু, বাবলুর সঙ্গে প্রায় একযুগ ধরে দেওয়ানী মামলা চলছে।

আজ সকালে শুকুর আলীর নেতৃত্বে রইছদ্দীন, বাবলু, সেন্টু, মজিবর, তইজু, শরিফুল, বাবলু লোকজন নিয়ে গাংনী-কাথুলী সড়কের পার্শ্বের ঐ ৫ শতক জমি দখল করতে গেলে জমির ভোগ দখলকারী আব্দুল জব্বার তার শরীকদের নিয়ে বাঁধা দেয়। এক পর্যায়ে প্রতিপক্ষ মফেজউদ্দীনের ছেলেরা দেশীয় বাঁশের লাঠি, ফলা, বাটাম, রড, দা নিয়ে হামলা চালিয়ে প্রতিপক্ষ আব্দুল জব্বার পরিবারের ওপর হামলা চালিয়ে তাদের রক্তাক্ত জখম করে।

আহত উজ্জ্বল বলে, ‘আমাদের বাড়ি সংলগ্ন রাস্তার পার্শ্বের পতিত জমি আমরা দীর্ঘদিন যাবৎ সরকারী খাস জমি হিসাবে ভোগ দখল করে আসছি। হঠাৎ আমাদের বাড়ির রাস্তা বন্ধ করতে জমির ভূয়া কাগজপত্র দেখিয়ে লাঠি সোটা হাতে দলবল নিয়ে জমি দখল করতে আসে।’

এ নিয়ে হামলাকারী দলের শুকুর আলী জানান, ‘উক্ত জমি আমাদের নিজস্ব। আমরা সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছি। এমনটি একযুগ ধরে মামলা করে আমরা রায় পেয়ে জমি দখলে গিয়েছি।আমাদের জমি নিয়ে যদি জেল খাটতে হয় তবুও জমি ছেড়ে দেবো না।’

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) বলেন, ‘ঘটনার বিবরণ শুনেছি, অভিযোগও পেয়েছি। সরেজমিনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

আজকের খুলনা
আজকের খুলনা