• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ভূমিরক্ষা কমিটির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আজকের খুলনা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

 

সোমবার বিকেল ৫টার সময় আলস্কানগরীর মাদ্রাসার মাঠে ময়ুরখাল, ক্ষুদে খাল ভূমিরক্ষা কমিটির আয়োজনে এস এ কাশেমের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন তোফাজ্জেল হোসেন তুহিন, ইঞ্জিঃ জি এম গফফার, বাচ্চু সরদার, ইসমাইল হোসেন, মোশাররফ হোসেন বিশ্বাস, ইঞ্জিঃ অহিদুজ্জামান, মনোজ ব্যানার্জী, জাহিদুর রহমান প্রমুখ। বক্তারা সিএস আরএস এসএ খতিয়ানভুক্ত জায়গার হাল মিউটেশন খাজনা ও দীর্ঘদিন থেকে চলে আসা জেলা প্রশাসক কার্যালয়ের অসাধু ব্যক্তিদের এডি লাইন নামে হয়রাণি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা বংশ পরম্পরা বা ক্রয়সূত্রে ২ শতক ৪ শতক কমবেশি জমির মালিকগণ প্রায় প্রান্তিক আয়ের নাগরিক। প্রতিটি বালিকণার সাথে মিশে ফোটা ফোটা ঘাম, কনা কনা রক্ত, জীবনের শেষ সম্বল মাথা গোজার ঠাঁই। তাই আমাদের জীবনের চেয়ে মূল্যবান। প্রস্তাবিক এডি লাইনের নকশার নামে সার্ভেয়ারগণ সরেজমিনে না এসে অফিসে বসে মনগড়া এডি লাইনের নকশা তৈরি করে দালাল মারফৎ ভূমি মালিকদের অংশ বাদ দেয়ার নামে প্রচুর অর্থ বাণিজ্য করে। অনতিবিলম্বে ভূমি মালিকগণ এর সমাধান চান। নয়তো তীব্র আন্দোলনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।    

আজকের খুলনা
আজকের খুলনা