• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ ৬৫ শতাংশ মানুষের

আজকের খুলনা

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের সংক্রমণরোধে বিদেশফেরত ও তাদের সংস্পর্শে আসা ৬০ হাজারেরও বেশি মানুষকে ১৪ দিনের হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছিল স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ মানুষ কোয়ারেন্টাইন সময় শেষ করে ছাড়পত্র পেয়েছেন। শুরুর দিকে কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বেশি হলেও বর্তমানে ছাড়পত্রপ্রাপ্তের সংখ্যাই বেশি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় করোনাভাইরাসের সংক্রমণরোধে বিদেশফেরত ও তাদের সংস্পর্শে আসা মানুষকে কোয়ারেন্টাইনে রাখা শুরু করে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সর্বশেষে ৩১ মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসারে রাজধানীসহ সারাদেশে কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা মোট ৬০ হাজার ২৫ জন। তাদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে ৫৯ হাজার ৩২ জন, হাসপাতালে ২২৯ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ৭৬৪ জন। ইতোমধ্যেই ৩৮ হাজার ৭৩৯ জন ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র পেয়েছেন। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৩৫৭ জনকে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আইসোলেশনে রাখা হয়েছিল। তাদের মধ্যে ইতোমধ্যে ২৮৮জন আইসোলেশন থেকে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন।

উল্লেখ্য, ৩১ মার্চ পর্যন্ত দেশে মোট ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আক্রান্ত রোগীদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়। ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।

আজকের খুলনা
আজকের খুলনা