• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সারা দেশে মাঠে আছে সশস্ত্র বাহিনী

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে আজও মাঠে কাজ করছে সশস্ত্র বাহিনী। বিভিন্ন এলাকা, পাড়া মহল্লায় জীবাণুনাশক ছিটিয়েছে তারা। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বাজার মনিটরিংও চলছে।

খুলনা
শনিবার সকালে খুলনা নগরীর খালিশপুর থানার মুজগুন্নী এলাকায় কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ক্লোরিন মিশ্রিত পানি ছিটায় নৌবাহিনীর সদস্যরা। পাশাপাশি মশা মারার ওষুধও ছিটানো হয়। ছাড়া কয়েকটি এলাকার হতদরিদ্রদের মাঝে চালডাল ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে নৌবাহিনী।
চট্টগ্রাম
করোনা আতঙ্কের মাঝে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে চট্টগ্রামের বিভিন্ন বাজার মনিটরিংয়ে নামে সেনা সদস্যরা। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কেনাবেচার নির্দেশ দেন তারা।
ফেনী
ফেনীতে ওষুধ ও কাঁচামালের দোকানের সামনে দূরত্ব বজায় রাখতে সাদা রং দিয়ে চতুর্ভুজ আঁকে পুলিশ। এই চিহ্নের মাঝে দাঁড়িয়ে পণ্য কেনার
বরিশাল
জনসাধারণকে সচেতন করতে বরিশালের বিভিন্ন পাড়ামহল্লায় মাইকিং করে পুলিশ ও সেনাবাহিনী। প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বাইরে বের না হতে নির্দেশ দেন তারা।
খাগড়াছড়ি
খাগড়াছড়ির বিভিন্ন হাটবাজার গুলোয় অভিযান চালায় সেনাবাহিনী। তবে অভিযান চলাকালীন গ্রামবাসী সরে গেলেও পরক্ষণে আবারো জড়ো হচ্ছেন তারা। করোনা থেকে মুক্তি পেতে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরছেন সেনা সদস্যরা।
অন্যান্য
এছাড়া দোকানপাট বন্ধ ও জনসমাগম এড়াতে রংপুর, বাগেরহাট ও শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, মাইকিং ও টহল অব্যাহত রেখেছে সশস্ত্র বাহিনী।

আজকের খুলনা
আজকের খুলনা