• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মুচলেকা দিয়ে ছাড়া পেল ডাক্তার ও ক্লিনিক মালিক

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাঁকা বাজারের গাজী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার গত ১৩  অক্টোবর রাত ১১ টায় ডাক্তার বরকত উল্লাহ একই উপজেলার আরাজি ভবানিপুর গ্রামের আঃ জব্বারের স্ত্রী রুমানা (২২) কে সিজার অপারেশন করছেন এনেসথেসিয়া ডাক্তার ছাড়াই। এ খবর পেয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র পাইকগাছা থানা পুলিশের সহযোগিতায় ক্লিনিকের মালিক গোফরান গাজী ও ডাঃ বরকত উল্লাহকে হাতেনাতে আটক করে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় ও ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

ঘটনার বিষয়ে ডাঃ বরকত উল্লাহর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান এনেসথেসিয়া ডাক্তার ছাড়াই রোগির অপারেশন করা এই একটাই ছিল আমাদের অপরাধ। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নিতিশ এর সাথে আলাপ করলে তিনি জানান এনেসথেসিয়া ডাক্তার ছাড়া কোন রোগির অপরেশন করা যায়না। কারণ এখানে রোগির জীবন-মরন সমস্যা জড়িত থাকে। এনেসথেসিয়া ডাক্তারই অপারেশনের ক্ষেত্রে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।

ডাঃ বরকত উল্লাহ ও ক্লিনিকের মালিক গোফরান গাজীকে আটক করা হয়েছিল পরে মুচলেকা নেওয়ার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। তাছাড়া ক্লিনিকটির রেজিঃ নাম্বারে সার্চ করে রেজিস্ট্রেশন সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি। সুতরাং ক্লিনিকটির রেজিস্ট্রেশন নিয়েও সংশয় রয়েছে। আপাতত ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে ও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা