• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মাসকলাই চাষে ৯ লাখ ২৯ হাজার টাকা প্রণোদনা বরাদ্দ

আজকের খুলনা

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৯  

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাসকলাই চাষে উদ্বুদ্ধ করার জন্য বর্তমান সরকারের কৃষি মন্ত্রণালয় জয়পুরহাট জেলায় খরিপ-২ মৌসুমে ২০১৯-২০ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৯ লাখ ২৯ হাজার ৫ শ টাকা বরাদ্দ করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক মাসকলাই চাষে ওই প্রণোদনা পাবেন। এরমধ্যে রয়েছে প্রতিজন কৃষক এক বিঘা জমিতে মাসকলাই চাষের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি করে পাবেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান কৃষি বান্ধব সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাসকলাই চাষে উদ্বুদ্ধ করতে ওই প্রণোদনা প্রদানের উদ্যোগ গ্রহণকরেছে। পাশাপাশি দেশের মাসকলাইয়ের চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুধেন্দ্রনাথ রায়।

আজকের খুলনা
আজকের খুলনা