• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পাকিস্তানের কারাগারে আটক ৮ বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে

আজকের খুলনা

প্রকাশিত: ৭ জুলাই ২০২০  

প্রায় আট মাস পাকিস্তানের কারাগারে আটক থাকা আট বাংলাদেশি নাগরিক দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যে তাদের দেশে ফেরাতে পাকিস্তানের মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তানে আটজন আটক আছে। পাকিস্তানে বাংলাদেশ মিশনকে জানানো হয়েছে তাদের ফিরিয়ে আনার জন্য। তাদের শাস্তিও দেওয়া হয়েছিল। শাস্তিও শেষ হয়েছে। ফ্লাইট পেলেই তারা দেশে ফিরে আসবেন।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, আটক হওয়া এসব বাংলাদেশি ওমানে ছিলেন। ওমান ও পাকিস্তান সীমান্তবর্তী সাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে স্রোতের টানে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ায় পাকিস্তান নৌবাহিনী তাদের আটক করে।

কূটনৈতিক সূত্র বলছে, পাকিস্তানের করাচির লান্ধি কারাগারে থাকা আট বাংলাদেশি ওমানে ওয়ার্ক ভিসা নিয়ে মাছ ধরার কাজ করত। গত বছরের অক্টোবরে ওমান-পাকিস্তান সমুদ্রসীমার কাছে মাছ ধরছিল তারা।

এ সময় ইঞ্জিন অকেজো হয়ে পড়লে স্রোতে ভেসে পাকিস্তানের জলসীমায় নৌকাটি চলে আসে। এক্ষেত্রে বাংলাদেশি জেলেদের কোনো কিছু করার ছিল না। ইতিমধ্যে তারা তাদের শাস্তি ভোগও করেছে।

মোমেন বলেন, ‘আমরা যখন খবর পেলাম তখন তাদের কাছে কোনো পাসপোর্ট বা অন্য কোনো কাগজ ছিল না। সব তথ্য পাওয়ার পর আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানালাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের যাচাই করে তথ্য দিয়েছে। সকলেই প্রায় নোয়াখালী অঞ্চলের অধিবাসী।’

আজকের খুলনা
আজকের খুলনা