• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নিমপাতা ব্যবহার করে চুলকে খুশকিমুক্ত করার উপায়

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০  

নিমপাতাকে অনেক রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আমরা এই পাতা ব্যবহার করে খুব সহজে মাথার খুশকি দূর করতে পারি। চুলের নানা ধরনের সমস্যার ভেতর একটি প্রধান সমস্যা হচ্ছে খুশকি। সমস্যাটি ভীষণ রকম অস্বস্তিকর হলেও সঠিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটি দূর করা সম্ভব।

আমরা একটু সচেতন হলেই এ সমস্যা এড়ানো সম্ভব। খুশকি প্রতিরোধে বাজারে বিভিন্ন অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু রয়েছে। তবে অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পুগুলোতে থাকা কেমিক্যাল খুশকি দূর করলেও, চুল হারিয়ে ফেলে সতেজতা।

অন্যদিকে আবার শ্যাম্পু ব্যবহার করা বন্ধ করলে ফিরে আসে খুশকি।তাই খুশকি প্রতিকারে সবথেকে ভালো উপায় হলো প্রাকৃতিক উপাদানের ব্যবহার।

তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে নিমপাতা ব্যবহার করে চুলকে খুশকিমুক্ত করা যায়–

প্রয়োজনীয় উপকরণঃ

১) গরম পানি ৫ মগ

২) নিমপাতা ৪০ টা

ব্যবহারের নিয়মাবলিঃ

প্রথমে একটি পাত্রে গরম পানি নিতে হবে। এরপর এর ভিতর পাতাগুলো দিতে হবে এবং এই পাতাগুলোকে সারারাত ভিজিয়ে রাখতে হবে।

পরের দিন সকালবেলা এই পানি দিয়ে আপনার মাথা ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন ব্যবহার করলে খুশকি কমে যাবে।

তাহলে আর দেরি না করে খুশকি সমস্যা সমাধান করার জন্য নিমপাতা ব্যবহার করুন এবং চুলকে সুন্দর রাখুন।

আজকের খুলনা
আজকের খুলনা