• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নদীতে দৈত্য আছে ভেবে নদী থেকে যেটি তোলা হলো

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

চীনের ইয়াংগৎজি নদীতে দেখা গেলো কালো রঙের এক ভয়ানক চেহারা, চীনের সোশ্যাল প্ল্যাটফর্মে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এই ভিডিওটি নিয়ে সাংঘাতিক চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা গেছে। অর্থ সূচক

বিবিসির খবর অনুযায়ী, পিয়ার ভিডিওটি এই ভিডিও পোস্ট করেছে। যার ৬ মিলিয়ন ভিউ ইতিমধ্যেই হয়ে গেছে। এই ভিডিওটি সম্পর্কে বিভিন্ন কথা বলছে অনেকেই। সোশ্যাল মিডিয়ায় এই কায়াকে ‘থ্রি জর্জেস ওয়াটার মনস্টার’অর্থাৎ জল দৈত্য নামে ডাকা হচ্ছে। হুবেই প্রদেশের থ্রি জর্জ বাঁধের কাছে জলের ঢেউয়ের মধ্যে এই জল রাক্ষসের কাঠামোটি দেখা গেছে। কেউ কেউ বলছেন যে ক্রমবর্ধমান দূষণের কারণেই এটি তৈরি হয়েছে, আবার অন্যরা একে পৌরাণিক দৈত্য হিসাবে বর্ণনা করেছেন।

তবে এই ধরণের নানা জল্পনা উড়িয়ে দিয়েছেন গার্ডিয়ান-এর বিজ্ঞানীরা। তাদের মতে এটি জলদৈত্য বা অন্য কিছু নয়। বরং জলের মধ্যে থাকা কোনও বড়সড় সাপের দেহ হতে পারে এটি, বলছেন তারা।

আরো পরুন : সোনাগাজীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছরের বৃদ্ধ আটক

কিন্তু শেষ পর্যন্ত অনেক কসরতের পর যখন একে পানি থেকে তুলে আনা হয়েছিলো তখন একে দেখে সবাই থ হয়ে গেছিল। দ্য গার্ডিয়ান জানিয়েছে, যখন এটিকে টেনে আনা হয় তখন দেখা যায় এটি দৈত্য বা সাপ, এসব কিছুই নয়, এটি ৬৫ ফুটের একটি বড় এয়ারব্যাগ। নৌকা ঘাটে কাজ করা ওই লোকেরা কালো দীর্ঘ একটি টুকরো জল থেকে টেনে তোলেন, যা দেখে মনে হয়েছে যে এটাকে কোনও একটি শিপইয়ার্ড থেকে ফেলে দেয়া হয়েছিলো। 

আজকের খুলনা
আজকের খুলনা