• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দ্বিতীয় দিনের লড়াইয়ে মাঠে নামলো বাংলাদেশ

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১  

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম দিন শেষে সর্বসাকুল্যে একটিমাত্র উইকেট শিকার করতে পেরেছিলেন বোলাররা। ভালো করার লক্ষ্যে দ্বিতীয় দিনের লড়াইয়ে মাঠে নেমেছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১ উইকেটে ২৯৬ রান। লাহিরু থিরিমান্নে ১৩৫ ও ওশাডা ফার্নান্দো ৪১ রানে ব্যাট করছেন।

প্রথম দিন ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। এ সময় তিনি বলেছিলেন, এমন উইকেটে শুরুতে ব্যাটিং সহজ হবে। সেই কথা প্রমাণেই যেন শুরু থেকে দেখে খেলে সহজেই রান তুলতে থাকেন দুই ওপেনার।

প্রথম সেশনে একবার তাসকিনের বলে করুণারত্নের ক্যাচ উঠলেও তা তালুবন্দী করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ২৮ রানে জীবন পাওয়া ইনিংসটিকে শতকে রূপান্তরিত করেন লংকান অধিনায়ক। এছাড়া আরো দুয়েকটি হাফ চান্সও কাজে লাগাতে পারেনি টাইগাররা। 

দারুণ খেলতে থাকা করুণারত্নে একতু অলস শট খেলে শরিফুলের বলে আউট হয়ে যান। তার এজ হয়ে বল তালুবন্দী করতে ভুল করেননি উইকেটকিপার লিটন দাস। সাজঘরে ফেরার আগে ১১৮ রান করেন লংকান অধিনায়ক।

দিনের বাকি সময় আর কোনো সুযোগ দেননি থিরিমান্নে ও ওশাডা। দুজনের ব্যাটে ভর করে এখন বেশ বড় সংগ্রহের দিকে এগোচ্ছে লংকানরা।

পাল্লেকেলেতে হওয়া আগের ৮ ম্যাচের মধ্যে ড্র হয়েছে ৪টি আর ফল এসেছে ৪ ম্যাচে। যেই চার ম্যাচে ফল এসেছে, সেখানে জয় পেয়েছে টস জেতা দলই। তাই, বলাই যায় পাল্লেকেলেতে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

আজকের খুলনা
আজকের খুলনা