• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

দুর্গাপূজা ধর্মের গন্ডি পেরিয়ে সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে

আজকের খুলনা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

খুলনা-৪ আসনের এমপি, বিশিষ্ট শিল্পপতি, ফুটবল তারকা আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে হিন্দু মুসলমান সহ সকল ধর্মালম্বীরা শান্তিপূর্ণ সহবস্থানে অত্যান্ত আনন্দমুখর এবং পারস্পারিক সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমায় আছে বলেই দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ারে ভাসছে। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে উন্নয়ন ও উৎপাদনের পাশাপাশি হিন্দু সাম্প্রদায় নির্বিঘেœ স্বতঃস্ফুর্ত ভাবে এবং আনন্দমুখর পরিবেশে তাদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব সহ সকল অনুষ্ঠান উদ্যাপন করতে পারে। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মালম্বীদের অনুষ্ঠান নয়,এটা এখন সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুঁট থাকায় কেবল এটা সম্ভব হয়েছে। বাংলাদেশের এ সম্প্রীতির বন্ধন অনেক দেশের জন্য অনুকরনীয় হয়ে দাড়িয়েছে।

এমপি আব্দুস সালাম মূর্শেদী  শনিবার উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন এবং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আয়ুব, জেলা আওয়ামীলীগ নেতা অসিত বরণ বিশ্বাস, সাবেক জেলা ছাত্রলীগ নেতা শেখ মোঃ আবু হানিফ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান ও সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক শংকর কুমার বালার পরিচালনায় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, পূজা উদ্যান পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মল্লিক সুধাংশু, উপজেলা মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহসীন, সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান উকিল উদ্দিন লস্কর, আওয়ামীলীগ নেতা ডা. সুনিল কুমার বালা, শেখ তবিবুর রহমান, আব্বাস মোল্যা, খান সেলিম আহমেদ, তোফায়েল শেখ, সুজন কুমার বৈদ্য প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা