• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডিমের খোসা ব্যবহারে ফিরবে ত্বকের জেল্লা

আজকের খুলনা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০  

সুপার ফুড ডিম খাওয়ার পাশাপাশি রূপচর্চায় বেশ কাজে লাগে। তবে রূপচর্চার কথা আসলেই মাথায় আসে সাদা কিংবা কুসুম অংশ। জানেন কি? এর খোসাও কিন্তু কম যায় না।

ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন ডিমের খোসা। ডিমের খোসা ত্বকের মরা চামড়া দূর করে উজ্জ্বল ও সুন্দর করে।

এর আরো অনেক ব্যবহার আছে। কীভাবে ডিমের খোসা রূপচর্চায় ব্যবহার করবেন জেনে নিন-

> ডিমের খোসা কুসুম গরমপানি দিয়ে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে খোসা চূর্ণ করে পাউডার তৈরি করুন। কয়েক ফোঁটা লেবুর রস, ১ চা চামচ মধু ও দুধের সর মেশান ডিমের খোসার পাউডারের সঙ্গে। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন।

এবার মাইল্ড ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে হালকা করে মুছে নিন। এর পর ব্রাশ দিয়ে পাতলা আবরণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে স্ক্রাব করে উঠিয়ে ফেলুন। ত্বক হবে কোমল ও উজ্জ্বল।

> এছাড়াও ফেসওয়াশের মতোও এটি ব্যবহার করতে পারেন। ১ চা চামচ ডিমের খোসার পাউডার ও ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ফেসওয়াশের মতো ব্যবহার করুন। এতে ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি জৌলুস বাড়বে। 

আজকের খুলনা
আজকের খুলনা