• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ায় ওসি-এসআই প্রত্যাহার

আজকের খুলনা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৯  

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদক নিয়ন্ত্রণ না করে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়াকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আজ সোমবার বিকেলে তাকে জীবননগর থানা থেকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার শাহাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই (উপপরিদর্শক) সাহিদ উজ জামান সাইদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় রোববার (১০ নভেম্বর) রাতে সাইদকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। পরে জীবননগর এলাকায় মাদক নিয়ন্ত্রণ না করায় ওসি শেখ গনি মিয়াকেও প্রত্যাহার করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের খুলনা
আজকের খুলনা