• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চীনফেরত যুবক গলাব্যথা নিয়ে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

চীন থেকে ফিরে আসা এক রোগী গলাব্যথা নিয়ে ভর্তি হয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তাকে করোনাভাইরাস আইসোলেশন ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চীন থেকে আসার কারণে তার প্রতি বেশি নজর দিচ্ছেন চিকিৎসকরা। স্থানীয়ভাবে তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। করোনাভাইরাসসংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা পাঠানো হবে ঢাকায়।  

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মশিউর রহমান সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, রবিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের আব্দুল সালামের ছেলে হিরন (২৫) চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে আসে। তার গলায় ব্যথা ছিল। আগে থেকেই ওই রোগী নাক কান গলা বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাকে করোনাভাইরাস ইউনিটে ভর্তি রাখা হয়েছে। 

হাসপাতালের চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে ওই রোগীকে করোনাভাইরাস আক্রান্ত বলে মনে হচ্ছে না। তারপরও যেহেতু তিনি চীন থেকে এসেছেন সে জন্য তাকে করোনা ইউনিটে রাখা হয়েছে। তার গলাব্যথা আছে। ওই রোগী গত ৩১ জানুয়ারি বাংলাদেশে আসেন। দেশে আসার পর তার গলায় ব্যথা বেড়েছে। আগে থেকেই তার টনসিলের সমস্যা ছিল। মনে করা হচ্ছে তিনি টনসিলসংক্রান্ত অসুস্থতায় আক্রান্ত। তারপরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। 

আজকের খুলনা
আজকের খুলনা