• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনা ও সাতক্ষীরায় বাঁধ নির্মাণে ১২ হাজার কোটি টাকার প্রকল্প

আজকের খুলনা

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

অতিবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে ১২ হাজার ৯ কোটি টাকার প্রকল্প নিচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার কয়রা উপজেলার বাঁধ পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ কথা বলেন।

তিনি বলেন, সাতক্ষীরা ও খুলনার দুর্যোগ বুলবুলে ক্ষতিগ্রস্ত  ৪৪৫১ কিলোমিটার বাঁধ নির্মাণে ১২ হাজার ৯ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। যেখানে নদীতীর ভাঙ্গনের স্থায়ী প্রতিরোধের বিষয়কে প্রাধান্য দেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ড্রেজিং প্রকল্প চলমান এবং সারা দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রায় সাড়ে ৫ হাজার স্থাপনা উচ্ছেদসহ ৫৬৬ একর জমি উদ্ধার করা হয়েছে। এছাড়া পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, পিরোজপুরে ইতিমধ্যে নতুন করে ১৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পানি সম্পদের অতিরিক্ত সচিব (রাজস্ব) মাহমুদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন ও নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা