• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কুষ্টিয়ায় পেঁয়াজের বাজারে পুলিশের অভিযান

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

কুষ্টিয়ায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পুলিশ ঘণ্টাব্যাপী শহরের পৌরবাজারে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পৌরবাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের তথ্য উপাত্ত সংগ্রহ করে জেলা পুলিশের সদস্যর। এ সময় পেঁয়াজসহ অন্যান্য পণ্যের মূল্য তালিকা টাঙানোর জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। জেলা পুলিশের এই অভিযানের পর পেঁয়াজের দর কিছুটা কমেছে বলে জানান ক্রেতারা। সারাদেশের ন্যায় কুষ্টিয়ার বাজার গুলোতেও পেঁয়াজ ২০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছিল।

অভিযান শেষে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত সাংবাদিকদের জানান, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যারা পেঁয়াজের মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে তাদেরও খুঁজে বের আইনের আওতায় আনা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা