• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনার সতর্কতা মেনে ঘরেই পালিত হলো শবে বরাত

আজকের খুলনা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির এ সঙ্কটকালে মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত হওয়ায় বাসাবাড়িতেই ইবাদতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ঘরোয়া মিলাদ ও মাহফিলসহ বিভিন্ন ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন। একইসাথে দেশ ও দেশের জনগনের কল্যানে তারা দোয়া করেছেন। রাজধানীর মিরপুরের বাসিন্দা রাকিব বলেন, করোনা পরিস্থিতিতে মসজিদে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল। তাই বাসায় শবে বরাতের নামাজ পড়তে হয়েছে। করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি। আল্লাহ, আমাদের সবাইকে হেফাজত করুক। 

গত বুধবার ঘরেই শবে বরাতের ইবাদত করতে সবাইকে আহ্বান জানায় ইসলামী ফাউন্ডেশন।

আজকের খুলনা
আজকের খুলনা