• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইতালিফেরত সবার তাপমাত্রা স্বাভাবিক: আইইডিসিআর

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  

ইতালি ফেরতদের সবার শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। আর নতুন করে দেশে কেউ করোনা আক্রান্ত হননি বলে জানিয়েছেন জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি আরও বলেন, 'তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে। সেদিক থেকে তাদের মধ্যে এ মুহুর্তে কোন লক্ষন বা উপসর্গ নেই। বিস্তারিত পরীক্ষা করা হচ্ছে। তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হবে, পরবর্তী পদক্ষেপ কি হবে। হোম কোয়ারেন্টিন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন দুটোরই ব্যবস্থা আছে। তথ্য সংগ্রহের পর আমরা যদি দেখি যে, বাড়িতে সেফ কোয়ারেন্টিন নিশ্চিত করতে পারবেন তবে তারা বাড়িতে যাবেন। তবে যদি কারো সেফ কোয়ারেন্টিনে সমস্যা হয় তবে তাদেরকে আমাদের প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টিন আছে সেটা করা হবে।' 

দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। সৌদে আরবে যেতে কোনো স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই বলেও জানান তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা