• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

জোড়া সেঞ্চুরির পরও ম্যাচ হারলো পাকিস্তান

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯  

অভিষিক্ত আবিদ আলী এবং মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরি সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে চতুর্থ ওয়ানডে পরাজিত হয়েছে স্বাগতিক পাকিস্তান। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে গত রাতে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী অস্ট্রেলিয়া।

 

 

২৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে অভিষেক হওয়া আবিদ আলীর ১১২ এবং রিজওয়ানের ১০৪ রানের সুবাদে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পাকিস্তান। কিন্তু মার্কাস স্টয়নিসের করা শেষ ওভার থেকে ১৭ রান নিতে ব্যর্থ হওয়ায় বৃথা যায় জোড়া সেঞ্চুরি। আগামীকাল একই মাঠে সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

 

টসের বিপরীতে আগে ব্যাটিং করে গ্লেন ম্যাক্সওয়েলের ৯৮, উসমান খাজার ৬২ এবং এ্যালেক্স ক্যারির ৫৫ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

 

জবাবে তৃতীয় উইকেটে আলী ও রিজওয়ানের ১৪৪ রানের জুটিতে জয়ের পথেই ছিল পাকিস্তান। তবে ৪২তম ওভারে এডাম জাম্পার শিকার হয়ে আলী ফিরে গেলে শেষ ৮ দশমিক ৫ ওভারে ৬০ রানের প্রয়োজন হলে চাপে পড়ে যায় পাকিস্তান।

 

উমর আকমল ও অভিষেক হওয়া সাদ আলী উভয়েই সাত রান করে নাথান কালটার নাইলের শিকার হন। শেষ ওভারে রিজওয়ান ও উসমান সিনওয়ারিকে (৬) আউট করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন স্টয়নিসি। কালটারনাইল ৫৩ রানে শিকার করেন ৩ উইকেট। জ্বরের কারণে ইমাম উল হক খেলতে না পারায় ম্যাচ শুরু হওয়ার মাত্র দুই ঘন্টা আগে দলে সুযোগ পাওয়া আলী ১১১ বলে সেঞ্চুরি পুর্ন করেন।

 

বিশ্ব ক্রিকেটে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করা ১৫তম ব্যাটসম্যান আলী। পক্ষান্তরে পাকিস্তানের তৃতীয় খেলোয়াড় হিসেবে এ রেকর্ড গড়েন আলী। তার আগে পাকিস্তানের খেলোয়াড় হিসেবে এমন কৃত্বি গড়েছেন কেবল সেলিম এলাহি এবং ইমাম। আলী ১১১ বল মোকাবেলায় নয়টি বাউন্ডারি হাকান। ১০২ বল মোকাবেলা করা ইনিংসে একটি ছক্কা এবং নয়টি চার মারেন রিজওয়ান।

 

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২৭৭/৭( ম্যাক্সওয়েল ৯৮, খাজা ৬২, ক্যারি ৫৫;ইয়াসির ৫৭/২)

পাকিস্তান: ২৭১/৮(আবিদ ১১২, রিজওয়ান ১০২; কালটার নাইল ৫৩/৩)

আজকের খুলনা
আজকের খুলনা