• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন খুলনায়, ম্যাচ শুরু বৃহস্পতিবার

আজকের খুলনা

প্রকাশিত: ৬ জুলাই ২০২৩  

সফরকারী দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল পাঁচটি ওয়ানডে ম্যাচ সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। দীর্ঘ বিরতির পর খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ দলের মধ্য দিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।

বুধবার (৫ জুলাই) দুপুরে খুলনার শহীদ শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে দুই দলের ক্যাপ্টেন ট্রফি উন্মোচন করেন।

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে। এর মধ্যে তিনটি হবে খুলনায় এবং বাকি দুটি রাজশাহীতে। এর মধ্য দিয়ে প্রায় পাঁচ বছরের অধিক সময়ের বিরতি কাটিয়ে খুলনার মাটিতে শুরু হচ্ছে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টায় একই মাঠে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এদিকে ৯ জুলাই খুলনায় দ্বিতীয় ওয়ানডে ও ১১ জুলাই তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ১২ জুন উভয়দল রাজশাহীর উদ্দেশ্যে সড়ক পথে খুলনা ছেড়ে যাবে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ দুই ওয়ানডে, ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের সফর শেষ করে দক্ষিণ আফ্রিকা যুবা দল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।

শহীদ  শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ইনচার্জ মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজকে সামনে রেখে ভেন্যুর বিভিন্ন স্থানে সংস্কার করা হয়েছে। দর্শকদের জন্য উন্মুক্ত রাখা গ্যালারিতে নতুন করে রং করা হয়েছে। সংস্কার করা হয়েছে ড্রেসিং রুমসহ ভেন্যুর অন্যান্য বিভিন্ন স্থাপনাও।

আজকের খুলনা
আজকের খুলনা