• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

শ্রীলঙ্কা সফর নিয়ে ভারতের ইতিবাচক সাড়া

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ মে ২০২০  

আসছে জুলাইয়ে ভারতকে দর্শকশূন্য মাঠে ৬ ম্যাচের (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি) সীমিত ওভারের সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

লঙ্কান বোর্ডের প্রস্তাবে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) থেকে এসেছে সবুজ সংকেত। বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধামাল জানিয়েছেন, প্রশাসনের বাঁধা না পেলে লঙ্কা দ্বীপে ঘাঁটি গাড়তে প্রস্তুত তারা।

‘এখন ব্যাপারটা সরকারের সবুজ সংকেতের উপর নির্ভর করছে। যদি লক-ডাউন এবং ভ্রমণ সম্পর্কিত বাধ্যবাধকতা কিছুটা শিথিল হয় তবে এই সিরিজ আয়োজন সম্ভব। যদি আমাদের ছেলেদের নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকি না থাকে তবে আমরা ভ্রমণে প্রস্তুত।’

গেলো মার্চের ২৫ তারিখ থেকেই ঘর বন্দী ভারতের ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে ফিটনেস নিয়েও তেমন কাজ করার সুযোগ নেই। সিরিজ আয়োজন নিয়ে কিছুটা সম্ভাবনা তৈরি হলেও তাই শঙ্কা থেকেই যাচ্ছে।

আজকের খুলনা
আজকের খুলনা