• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

প্রধান কোচের সঙ্গে হঠাৎ মাশরাফির বৈঠক

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০  

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো দায়িত্ব নিয়েছেন অনেক দিনই হয়ে গেল। কিন্তু এখনো তার সেভাবে কথাই হয়নি মাশরাফী বিন মুর্তজার সঙ্গে। অবশেষে দুজনের দেখা হলো। বলতে গেলে ছোটখাটো বৈঠকই করে ফেললেন দুজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের মধ্যকার বিসিএলের ম্যাচে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলছিলেন। এই সময় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের কক্ষেই বৈঠক সেরে নেন মাশরাফি-ডোমিঙ্গো। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে ডমিঙ্গো বলেন, মাশরাফির সঙ্গে প্রথমবার দেখা হলো। এর আগে তো ওর সঙ্গে কথা হয়নি। কিছুক্ষণ কথা হলো এই যা। বিশেষ কিছু না।

বিশ্বকাপের পর আর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি মাশরাফির। শ্রীলঙ্কা সিরিজে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে চোটে পড়ায় ছিটকে যান। লম্বা বিরতির পর বিপিএল দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেন। সব ঠিক থাকলে আগামী মার্চে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা মাশরাফির। তবে তা নিয়েও আশে সংশয়। বিপিএল চলাকালে জাতীয় দলে আর খেলা হবে কিনা তা নিয়ে একরকম সংশয়ই প্রকাশ পায় ম্যাশের কথায়।

আজকের খুলনা
আজকের খুলনা