• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

বঙ্গবন্ধু বিপিএল : চট্টগ্রামকে উড়িয়ে দিলো কুমিল্লা

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

বঙ্গবন্ধু বিপিএলে তৃতীয় জয় পেয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। পয়েন্টে টেবিলে শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৩ উইকেটে হারায় ডেভিভ মালান বাহিনী।  

চট্টগ্রামের দেয়া ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে ভালো শুরু পায় কুমিল্লা ওয়ারিয়র্স। দুই ওপেনার গড়ে তুলেন ৩০ রানের পার্টনারশিপ। ২২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সিয়ান জিল। এরপর দলপতি ডেভিভ মালানের সাথে জুটি বাঁধে রবিউল ইসলাম। যদিও ১৭ রানের বেশি করতে পারেননি রবিউল। মেহেদী হাসান রানার বলে সরাসরি বোল্ড হন তিনি।

সৌম্যও ক্রিজে দীর্ঘস্থায়ী হতে পারেননি। চট্টগ্রামের সাথে নতুনভাবে যুক্ত হওয়া অলআউন্ডার জিয়াউর রহমানের বলে মেহেদী হাসান ক্যাচ দিয়ে বিদায় নেন এই বাঁ-হাতি।

তবে, কুমিল্লার হয়ে একাই লড়ে গেছেন দলপতি ডেভিভ মালান। ৫১ বলে ৭৪ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। আর শেষ দিকে আবু হায়দার রনির ১২ রানেই ইনিংসে ৩ উইকেটে জয় তুলে নেয় কুমিল্লা।

স্কোর:
কুমিল্লা ওয়ারিয়র্স: ১৬১-৭ (ওভার ২০)

রবিউল ইসলাম ১৭ (১৯)
সিটায়ান ভ্যান জিল ২২ (১২)
ডেভিড মালান ৬৭ (৪৬)
সৌম্য সরকার ৬ (৫)
সাব্বির রহমান ১৮ (১৫)
মাহিদুল ইসলাম অঙ্কন ০ (২)
ডেভিব ওয়াইজ ১ (৭)
আবু হায়দার রনি ১২* (৮)


বোলার:
রুবেল হোসাইন ৪-০-১৬-২
মেহেদী হাসান রানা ৩-০-৩১-১
নাসুম আহমেদ ২-০-১৮-০
লিয়াম প্লানকেট ৪-০-৪৬-১
জিয়াউর রহমান  ৪-০-৩৬-১
রায়ান বার্ল ৩-০-৯-১

আজকের খুলনা
আজকের খুলনা