• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

রাজশাহীকে হারিয়ে দাপুটে জয় পেলো ঢাকা

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জমিয়ে তুলেছে ঢাকা প্লাটুন। সোমবার (৩০ ডিসেম্বর) রাজশাহী রয়্যালসকে ৭৪ হারিয়ে আসরে ৫ জয় নিয়ে ১২ পয়েন্টে তুললো মাশরাফির ঢাকা। এতে চট্টগ্রাম ছাড়া প্লে-অফের লড়াইয়ে রয়েছেন রাজশাহী-খুলনা ও ঢাকা। কেননা প্রত্যেক দলের পয়েন্ট এখন ১২।

এর আগে, ঢাকার দেওয়া ১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে বিপাকে রাজশাহী। ৬ বলে ১০ রান করে দ্রুতই প্যাভিলিয়নে ফিরে যান লিটন। ওয়াহাব রিয়াজের বলে আউটি হন তিনি। এরপর একে একে অলক কপালি, শোয়েব মালিককে আউট করে দিনটি নিজের করে নিয়েছেন পাকিস্তানি বোলার ওয়াহাব। প্রথমে ওভারে ফেরান টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে।

এর মাঝে আশার প্রদীপ হিসেবে ক্রিজে ছিলেন আফিফ হোসেন। যদি দলীয় ৫১ রানের মাথায় রেইসের বলে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে তিনিও মাঠে ছাড়েন। আর এতে পরাজয়ে ক্ষণ গুনতে শুরু করে পদ্মা পাড়ের দলটি।

শেষ দিকে ইংলিশ অলরাউন্ডার ১০ আর নাহিদুল ইসলাম করেন ১৪ রান। বাকী লেয়ার অর্ডারের ব্যাটসম্যানরা আশার যাওয়ার মিছিলে ছিলেন। ঢাকার হয়ে ৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ। এক উইকেট নেন হাসান মাহমুদ ও লুইস রেইস।


স্কোর:

রাজশাহী রয়্যালস ১০০-১০ (ওভার ২০)
লিটন দাস ১০ (৬)
আফিফ হোসেন ৩১ (২৩)
অলক কপালি ০ (২)
শোয়েব মালিক ০ (৩)
রবি বোপারা ১০ (১১)
নাহিদুল ইসলাম ১৪ (১৯)
আন্দ্রে রাসেল ৭ (৭)
ফরহাদ রেজা ০ (০)
তাইজুল ইসলাম ৮ (১২)
কামরুল ইসলাম ৭ (১৪)
মোহাম্মদ ইরফান ১ (২)


বোলার:
মাশরাফি বিন মর্তুজা ৩-০-৩০-০
মেহেদী হাসান ১-০-৮-০
হাসান মাহমুদ ৪-০-২৪-১
ওয়াহাব রিয়াজ ৩.৪-১-৮-৫
লুইস রেইস ২-০-১১-১
শাদাব খান ৩-০-৯-১

ফল: ঢাকা প্লাটুন ৭৪ রানে জয়ী।

আজকের খুলনা
আজকের খুলনা