• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

বঙ্গবন্ধু বিপিএল : তামিম-আসিফ ঝড়ে ঢাকার সংগ্রহ ১৭৩

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

তামিম ইকবাল ও আসিফ আলী ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহী রয়্যালসকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে ঢাকা। এই দু’জনের ঝড়ো ৮৫ রানের পার্টনারশিপ বড় স্কোর করতে সমর্থ হয়েছে রাজধানীর এই দলটি। ২৬ বলে ৫৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। অন্যপ্রান্তে ৫২ বলে ৬৮ রান অপরাজিত রয়েছেন তামিম। 

বঙ্গবন্ধু বিপিএলে ২৬ তম ম্যাচে রাজশাহীর মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন। প্লে-অফ নিশ্চিতে মাঠে নামে মাশরাফির ঢাকা। ম্যাচে টস জয় লাভ করে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় পদ্মা পাড়ের দল রাজশাহী।

ব্যাট করতে নেমে ধীরে খেলতে শুরু করে দুই ওপেনার এনামুল হক বিজয় ও তামিম ইকবাল। কিন্তু তাদের জুটিকে বড় করতে দেননি রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। দলীয় ২০ রানে এনামুলকে প্যাভিলিয়নে পাঠান তিনি। এরপর তামিম লুইস রেইসকে সাথে নিয়ে ইনিংস বড় করার চেষ্টা করেন। কিন্তু এক অঙ্কের ঘরে আউট হন।

এরপর তরুণ মেহেদী হাসানকে সাথে ৩৭ রানে জুটি করে তামিম। ১১ বলে ২১ রান করে  বরি বোপার বলে আউট হয়ে ফিরে যান এই তরুণ। দলপতি মাশরাফি ক্রিজে এসে শূন্য করে আউট হন।
 
ঢাকা প্লাটুন- ১৭৩/৫  (ওভার ২০)

তামিম ইকবাল ৬৮ (৫২)
এনামুল হক বিজয় ১০ (৯)
লুইস রেইস ৯ (১১)
মেহেদী হাসান ২১ (১১)
আরিফুল হক ৭ (৮)
মাশরাফি বিন মর্তুজা ০ (১)
আফিস আলি ৫৫ (২৮)


বোলার:
আন্দ্রে রাসেল ৪-০-৩৭-০
মোহাম্মদ ইরফান ৪-০-২৯-০
আফিফ হোসাইন ২-০-১২-০
শোয়েব মালিক ৩-০-১৩-০
কামরুল ইসলাম ২-০-২১-০
বরি বোপারা ২-০-১৭-১
ফরহাদ রেজা ৩-০-৪৪-০।

আজকের খুলনা
আজকের খুলনা