• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

পন্টিংয়ের দশকের সেরা টেস্ট দল

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

দশকের সেরা টেস্ট দল দিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সেই দলে অধিনায়কত্ব করবেন ভারতের দলপতি বিরাট কোহলি। ভারত থেকে এই একাদশে আছেন শুধু কোহলিই।

এ দশকে টেস্টে ৭২০২ রান করেছেন বিরাট কোহলি। ২৭ সেঞ্চুরি ও ২২ হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সাতটি ডাবল সেঞ্চুরি করার রেকর্ডও তার দখলে। ৩১ বছর বয়সী টেস্টে অধিনায়ক হিসেবেও পেয়েছেন সাফল্য। এই মুহূর্তে টেস্টে দেশের সফলতম অধিনায়কও তিনি। কিছুদিন আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকের সেরা টেস্ট দলের অধিনায়ক ঘোষিত হয়েছিলেন কোহলি। এ বার পন্টিংয়ের দলেও অধিনায়ক তিনি।

পন্টিংয়ের সেরা টেস্ট দল: ডেভিড ওয়ার্নার, অ্যালস্টেয়ার কুক, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, বিরাট কোহালি (অধিনায়ক), কুমার সঙ্গাকারা (উইকেটরক্ষক ব্যাটসম্যান), বেন স্টোকস, ডেল স্টেন, নাথান লায়ন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

এই দলে থাকা কুমার সঙ্গাকারা ২০১৫ সালে বিদায় জানিয়েছিলেন ক্রিকেটকে। ওপেনার কুকও অবসর নিয়েছেন। আর ডেল স্টেন এখন টেস্টে খেলেন না। ইংল্যান্ডের অ্যান্ডারসন ও কুক দশক জুড়েই দাপট দেখিয়েছেন পাঁচ দিনের ক্রিকেটে। ওয়ার্নার (৭০৮৮ রান), স্মিথ (৭১৬৪ রান), উইলিয়ামসন (৬৩৭৪) ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়েছেন। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস (৩৭৮৭ রান ও ১৩৭ উইকেট) ব্যাটে-বলে দেখিয়েছেন ধারাবাহিকতা। অফস্পিনার নেথান লায়ন নিয়েছেন ৩৮০ উইকেট।

আজকের খুলনা
আজকের খুলনা