• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শূন্য রানে আউট ৯ ব্যাটসম্যান!

আজকের খুলনা

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

ক্রিকেটের বাইশ গজে নানা অঘটন ঘটে। আবার মজার মজার রেকর্ডও তৈরি হয়। কিন্তু নেপালে যা হল, তা যেন সবকিছুকে ছাপিয়ে গেল। নয় জন ব্যাটসম্যানই প্যাভিলিয়নে ফিরলেন শূন্য হাতে। দলের মোট রান আট।

সাউথ এশিয়া গেমসে মালদ্বীপের মহিলা ক্রিকেট দলের যে এমন অভিজ্ঞতা। শনিবার নেপালের বিরুদ্ধে মাত্র আট রানে গুটিয়ে যায় মালদ্বীপ। ন’জন ক্রিকেটারই রানের খাতা খুলতে ব্যর্থ।

ওপেনার আইমা আশাথ ১২ বলে করেন মাত্র এক রান। অন্যজন শূন্য রানে অপরাজিত। বাকি সাতটি রান আসে এক্সট্রা থেকে। জবাবে কোনও উইকেট না হারিয়ে মাত্র সাত বলেই সেই রান তুলে ফেলে নেপাল। টি-টোয়েন্টির ইতিহাসে চতুর্থ দ্রুততম রান তাড়া করার নজিরও গড়ল হোম ফেভরিটরা। আর মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৮ রান হল দ্বিতীয় সর্বনিম্ন।

২০১৭ সালে মালদ্বীপ মহিলা জাতীয় ক্রিকেট দলকে স্বীকৃতি দিয়েছে আইসিসি। গত সপ্তাহেই নেপালের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে তারা। সেখানে ১১৫ রানে হারে দল। আর দিন কয়েক আগে গ্রুপ পর্বের ম্যাচে এই নেপালের কাছেই ২৪৯ রানে হারে তারা। ২৫৬ রান তাড়া করতে নেমে মাত্র ৬ রানেই অল আউট হয়ে যায় মালদ্বীপ।

আজকের খুলনা
আজকের খুলনা