• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

বেনজেমার হ্যাটট্রিকে ফেনারব্যাচকে উড়িয়ে দিল রিয়াল

আজকের খুলনা

প্রকাশিত: ১ আগস্ট ২০১৯  

সেমিফাইনাল ম্যাচে টটেনহ্যামের কাছে হেরে যাওয়ায় আগেই শেষ হয়েছে শিরোপা স্বপ্ন। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোনো ভুল করেনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তুরষ্কের ক্লাব ফেনারব্যাচকে উড়িয়ে দিয়ে তৃতীয় হয়েই প্রাক মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট অডি কাপ শেষ করলো রিয়াল।

বুধবার রাতে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ এরেনায় ঝড় তুলেছেন ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমা। তার হ্যাটট্রিকেই মূলত ৫-৩ গোলের বড় জয় পেয়েছে রিয়াল। তবে ৩ গোল হজম করায় চিন্তার ভাজ রয়েছে জিনেদিন জিদানের কপালে।

ম্যাচের ৬ষ্ঠ মিনিটে প্রথম গোলটা করেছিল ফেনারব্যাচই। তবে গ্যারি রদ্রিগেজের গোলে পাওয়া লিডটি ছয় মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। ১২ মিনিটের মাথায় নিজের তিন গোলের প্রথমটি করেন বেনজেমা, পনেরো মিনিট পরে করে দ্বিতীয়টি।

২-১ গোলে পিছিয়ে পড়ে দমে যায়নি ফেনারব্যাচ। ৩৪ মিনিটের মাথায় নাবিল দিরারের গোলে সমতায় ফেরে তারা। স্কোরলাইন ২-২ রেখে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটের সময় নিজের হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা। এ গোলটি শোধ করে ৬ মিনিট সময় নেয় প্রতিপক্ষ।

তবে ওজান তুফানের গোলের পর সমতা ফেরালেও, ম্যাচে ফিরতে পারেনি ফেনারব্যাচ। ৬২ মিনিটের মাথায় নাচো করে রিয়ালের চতুর্থ গোল এবং ৭৯ মিনিটে কফিনে শেষ পেরেকটি ঠুকেন মারিয়ানো। ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এ টুর্নামেন্টে তৃতীয় হলেও, তৃপ্তির ঢেকুর ফেলার সুযোগ নেই রিয়ালের। কারণ অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৩-৭, বায়ার্ন মিউনিখের কাছে ১-৩ এবং টটেনহ্যামের কাছে ০-১ ব্যবধানের পরাজয়গুলো রিয়ালের দৈন্যদশারই সাক্ষী দেয়।

আজকের খুলনা
আজকের খুলনা