• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

অব্যবহৃত জিমেইল বন্ধের নির্দেশ

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩  

ই-মেইল বিনিময়ের জনপ্রিয় মাধ্যম জিমেইল। দীর্ঘদিন ই-মেইল ব্যবহার না করলে তা বন্ধ করে দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল গুগল। আসছে ১ ডিসেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত গুগল ড্রাইভ, মিট, ক্যালেন্ডার এবং গুগল ফটোসও ডিলিট হয়ে যাবে। গুগল পরিচালিত গবেষণা বলছে, দ্বিস্তর নিরাপত্তা চালু করা না থাকলে অব্যবহৃত ই-মেইল গ্রাহকের অজান্তেই হ্যাক হওয়ার আশঙ্কা থাকে ১০ গুণ বেশি। তবে জিমেইলে কোনো কোম্পানি বা শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধিত থাকলে তা বন্ধ হবে না।

নির্দেশনা শুধু ব্যক্তি ই-মেইলের জন্য প্রযোজ্য হবে। জিমেইলে অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া রিকোভারি ই-মেইলে গুগল ই-মেইল বন্ধ করার নোটিশ দেওয়া শুরু করেছে। চলতি সপ্তাহে হাজারো গ্রাহক এমন ই-মেইল পেয়েছেন।

বন্ধ হওয়া ই-মেইলকে রক্ষায় নির্দেশনাও দেওয়া হয়। ই-মেইলকে সুরক্ষার জন্য গুগল বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে। জিমেইল লগইন করে গুগলের বেসিক কিছু ফিচার ব্যবহার করতে হবে। উল্লেখযোগ্য কিছু ফিচারের মধ্যে গুগল ড্রাইভ, ইউটিউবে ভিডিও দেখা, গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা, গুগল সার্চ করা অন্যতম।

আজকের খুলনা
আজকের খুলনা