• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শাওমির নতুন ফোন রেডমি ৮এ

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

বাংলাদেশের বাজারে শাওমি  উন্মুক্ত করেছে তাদের এ সিরিজের ডুয়েল রিয়ার ক্যামেরার স্মার্টফোন রেডমি ৮এ। এতে পারফেক্ট পোট্রেটের জন্য ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সমর্থিত একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এর হার্ডওয়্যারটি প্রস্তুত করা হয়েছে শাওমির এআই (আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স) সিন ডিটেকশন এবং এআই পোট্রেট মুডের সমন্বয়ে। ফোনের ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটিতে রয়েছে সেলফি, ভিডিও কল ও এআই ফেস আনলক সুবিধা।

বিপুলভাবে প্রশংসিত অরা ওয়েভ গ্রিপ ডিজাইনের উন্নত ও সম্পূর্ণ নতুন সংস্করণ অরা এক্সগ্রিপ ডিজাইন নিয়ে এসেছে রেডমি ৮ এ। অরা এক্সগ্রিপ ডিজাইন ফোনের রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় দারুণ মেশ প্যাটার্নের সঙ্গে আরো ভালো গ্রিপ দেওয়ার মাধ্যমে একটি প্রিমিয়াম এক্সপেরিয়েন্স দিবে।

৬.২ ইঞ্চির ডট নচ এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে সম্পন্ন রেডমি ৮ এ একটি অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ফোনটিতে রয়েছে ৫০০০এমএএইচ উচ্চ ক্ষমতাসম্পন্ন টু-ডে ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ অক্টা-কোর প্রসেসর। রেডমি ৮এ ডুয়েল পাওয়া যাবে সী ব্লু, স্কাই হোয়াইট এবং মিডনাইট গ্রে এই তিনটি রঙে। ২৭ ফেব্রুয়ারি’২০ থেকে রেডমি ৮এ ডুয়েলের ৩জিবি+৩২ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১২ হাজার ৯৯৯ টাকা মূল্যে।

আজকের খুলনা
আজকের খুলনা