• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সেরা ১০ ছবি প্রিন্ট করে পাঠাবে গুগল ফটোজ!

আজকের খুলনা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে প্রতি মাসে ব্যবহারকারীদের বিনিময় করা সেরা ১০টি ছবি প্রিন্ট করে তাদের ঠিকানায় পাঠাবে গুগল ফটোজ। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন সেবাও চালু করতে যাচ্ছে ছবি বিনিময় ও অনলাইন স্টোরেজ সেবাটি। 

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর সেবাটির কার্যকারিতা পরখ করছে গুগল। সেবাটি ব্যবহারের জন্য প্রতি মাসে গুনতে হবে আট ডলার। নিবন্ধিত ব্যবহারকারীদের বিনিময় করা বা অনলাইনে জমা রাখা ছবিগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে সেরা ছবি বাছাই করবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দের ব্যক্তি বা বিষয় আগেই উল্লেখ করতে পারবেন। 

সব কিছু ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই সেবাটি চালু হবে। এত দিন বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে তোলা পুরনো ছবি বা ভিডিও বছর পেরোলেই ব্যবহারকারীদের সামনে প্রদর্শন করত গুগল ফটোজ।

আজকের খুলনা
আজকের খুলনা