• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পরীক্ষায় শূন্য পেয়েও পদার্থ বিজ্ঞানের সেরা গবেষক ‘সারাফিনা’

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯  

পুরো নাম সারাফিনা ন্যানসে। তিনি একজন সফল গবেষক। কোয়ান্টাম ফিজিক্স পরীক্ষায় শূন্য পেয়েছিলেন তিনি। তবে হাল ছেড়ে দেননি। ভয় পেয়েছিলেন এই ভেবে যে, তাকে পদার্থ বিজ্ঞান ছেড়ে দিতে হবে।

অবশেষে তিনি শিক্ষকের কাছে গিয়ে নিজের মূল লক্ষ্যের ব্যাপারে আলোচনা করেন। তার শিক্ষকও এ ব্যাপারে তাকে বেশ সহায়তা করেন।

সারাফিনা বলেন, সেই আমি এখন অ্যাস্ট্রোফিজিক্সের ওপর পিএইচডি করেছি এবং দু'টি পেপার প্রকাশ হয়েছে। সকলের কাছেই পদার্থবিজ্ঞান কঠিন, কিন্তু গ্রেডস বা নম্বরই আপনাকে বিচার করে না।

টুইটারে গবেষক সারাফিনার টুইট শেয়ার করেছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা। টুইটটি শেয়ার করে তিনি জানিয়েছেন, ভালো বলেছেন এবং এটি সত্যিই অনুপ্রাণিত করে।

গুগলের সিইওর কাছে এমন রিট্যুইট পেয়ে স্বভাবতই খুশি সারাফিনা। তিনিও তাকে ধন্যবাদ জানিয়েছেন আন্তরিকভাবে।

আজকের খুলনা
আজকের খুলনা