• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মোবাইল অ্যাপে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ ‘এসিপিএস’

আজকের খুলনা

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

ঢাকা জেলার ভূমি অধিগ্রহণ বিভাগের জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ক্ষতিপূরণ প্রদানের স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে গত জানুয়ারি থেকে ‘অটোমেটিক কমপেনসেশন পেমেন্ট সিস্টেম’ বা এসিপিএস নামের এই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

‘এসিপিএস’ পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে হয় এবং ৬০ দিনের মধ্যে আবেদনের নিষ্পত্তি হয়। তবে কোনো আবেদনের বিষয়ে আপত্তি বা বিরোধ থাকলে দুই পক্ষকে ডেকে শুনানি হয়। সে ক্ষেত্রে সময় কিছু দিন বেশি লাগতে পারে।

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ‘আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ও যে কোনো স্থানে বসে আবেদনের সর্বশেষ তথ্য জানার জন্য এই প্রক্রিয়া চালু করা হয়। এই প্রক্রিয়ায় কবে আবেদন করা হয়েছে, কার কাছে কতো দিন আবেদন রয়েছে তা যে কোনো স্থান থেকে দেখা যায়। এই পদ্ধতিতে গ্রাহকদের কোনো ধরনের ভোগান্তি নেই এবং অতিরিক্ত অর্থ খরচের প্রয়োজন নেই।’

এসিপিএস পদ্ধতিতে আবেদনের জন্য মোবাইলে গুগল প্লে স্টোরে ‘ল্যান্ড অ্যাকুজিশন ঢাকা’ (land acquisition dhaka) লিখে সার্চ দিয়ে ‘এসিপিএস’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এ ছাড়া সরাসরি ওয়েবে এই ঠিকানায় ঢুকে ক্ষতিপূরণের জন্য আবেদন করা যাবে।

আজকের খুলনা
আজকের খুলনা