• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

স্মার্টফোনেই মাপা যাবে রক্তচাপ

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯  

ট্রান্সডারমাল অপটিক্যাল ইমেজিং নামের একটি প্রযুক্তির সাহায্যে আপনি স্মার্টফোনে মাপতে পারবেন রক্তচাপ। মুখের ধারণকরা ছোট ভিডিও বিশ্লেষণ করে ওই প্রযুক্তির মাধ্যমে রক্তচাপ মাপা সম্ভব। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন। এ প্রযুক্তির সাহায্যে ৯৫ ভাগ ক্ষেত্রে ফল নির্ভুল আসে। এ প্রযুক্তি সংবলিত একটি স্মার্টফোন অ্যাপও তৈরি করা হচ্ছে।

ত্বকের বাইরে স্তরে অ্যামবিয়েন্ট লাইটের সাহায্যে স্মার্টফোনের অপটিক্যাল সেন্সর রক্তপ্রবাহের ধরণ বুঝতে পারে। এতে ট্রান্সডারমাল অপটিক্যাল ইমেজিং মডেলে রক্তচাপ অনুমান করা যায় বলে জানান মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক রামকৃষ্ণ মুক্কামালা।

গবেষকেরা নিয়ন্ত্রিত পরিবেশে নির্দিষ্ট আলোয় ভিডিও ধারণ করেছিলেন। তবে বাইরের পরিবেশে বা বাড়িতে এ প্রযুক্তি কতটুকু কার্যকর হবে, তা এখনো পরিষ্কার নয়। এ ছাড়া পরীক্ষায় ব্যবহৃত নমুনাও যথেষ্ট নয়।

আজকের খুলনা
আজকের খুলনা