• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

১৭ ফেব্রুয়ারি থেকে খুলনায় জ্বালানি তেল উত্তোলন বন্ধ ঘোষণা

আজকের খুলনা

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২  

জ¦ালানী তেলের উপর সাড়ে ৭ শতাংশ কমিশন বৃদ্ধিসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ফেব্র“য়ারি থেকে খুলনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের জন্য  তেল উত্তোলন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জ্বালানী তেল ব্যবসায়ীরা। দাবি আদায় না হলে ওইদিন থেকেই ট্যাংকলরী চলাচল বন্ধ রেখে পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখবে আন্দোলনকারীরা। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্ট এন্ড ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ডাকা কর্মসূচি অনুযায়ী খুলনায়ও তেল  উত্তোলন বন্ধ রাখা হবে।      

গতকাল শনিবার খুলনার জ্বালানী তেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসাসিয়েশন ও বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতির যৌথ সভায় এ ঘোষণা দেয়া হয়

জ্বালানী তেল ব্যবসায়ীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে জ্বালানী তেলের উপর সাড়ে ৭ শতাংশ কমিশন বৃদ্ধি, জ্বালানী তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট যা গেজেট আকারে প্রকাশ, ট্যাংকলরী শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রদান চালু, ট্রেড ও বিস্ফোরক লাইসেন্স ব্যতিত অন্য কোন দপ্তর লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল, সড়ক ও জনপথ বিভাগ ফিলিং স্টেশনের প্রবেশদ্বারে ভূমির জন্য ইজারা গ্রহণ প্রথা বাতিল, প্রধানমন্ত্রী ঘোষিত সকল তেল ডিপোতে ট্যাংকলরী শ্রমিকদের বিশ্রামাগার ও শৌচাগার নির্মাণ। 

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জ্বালানী তেল পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোড়ল আঃ সোবাহন, সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন ও ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এম মাহবুব আলম প্রমুখ। সভায় ছয় দফা দাবি বাস্তবায়নের আহŸান জানিয়েছেন জ¦ালানী তেল ব্যবসায়ী নেতারা।  

আজকের খুলনা
আজকের খুলনা