• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ভবন আইনের জন্য জাতীয় কমিশন চান ড. কামাল

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯  

বহুতল ভবন নির্মাণে বিদ্যমান আইনে কোনো ঘাটতি আছে কি-না তা পর্যালোচনা করে দেখতে জাতীয় কমিশন গঠনের প্রস্তাব করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, দেশে প্রতিদিনই নতুন ভবন নির্মাণ হচ্ছে। এসব ভবন নির্মাণে আইনের কোনো ঘাটতি আছে কি-না তা দেখার জন্য কমিশন গঠন করা উচিত।

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি দেখার পর শুক্রবার সকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, এত বড় একটা ভয়াবহ ঘটনা সবার জন্য সতর্কতা সংকেত। এ দুর্ঘটনা সবাইকে দেখিয়ে দিয়েছে, আইন না মানলে এবং বিল্ডিং কোড অমান্য করলে, বিশেষ করে এরকম দুর্যোগের সময়ে নিরাপদে বের হওয়ার কোনো রাস্তা না থাকলে, অগ্নিনির্বাপণে সঠিক ব্যবস্থা না থাকলে ভয়ঙ্কর কিছু ঘটবে।

তিনি বলেন, দেশের বিদ্যমান আইনে দুর্ঘটনা থেকে নিরাপদে বের হওয়ার পথ রাখার নিয়ম রয়েছে। এখন সংশ্নিষ্টদের দেখত হবে বিদ্যমান ওই আইন মানা হচ্ছে কি-না। না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে কি-না।

এ রকম দুর্ঘটনায় ও প্রাণহানিতে রাষ্ট্রের কোনো দায় আছে কি-না জানতে চাইলে ড. কামাল হোসেন বলন, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে সমন্বয় করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দেখবে, রাষ্ট্র তার দায়িত্ব পালন করছে কি-না, যারা নকশা অনুমোদন করেছেন তারা তাদের দায়িত্ব পালন করেছেন কি-না। আইনজীবীরা ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তাও দেবেন বলে জানান তিনি।

গণফোরাম সভাপতি বলেন, একটা জাতীয় তদন্ত হওয়া প্রয়োজন। যেনতেনভাবে তদন্ত করলে চলবে না। এ নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলবেন বলে জানান তিনি।

এ সময় গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ তার সঙ্গে ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা