• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

গুলশান কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে এরশাদের দুঃখ প্রকাশ

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯  

রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ সকালে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত আজ ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে নৌবাহিনীর দুটি ইউনিট যুক্ত হয়ে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি বলে জানান ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

গত বছরের ২ জানুয়ারি একই জায়গায় আগুন লেগেছিল।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসে বলেন, আপনারা জানেন এর আগেও এখানে আগুন লেগেছিল। কেন বারবার এই অগ্নিকাণ্ড হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে। এখন সময় এসেছে স্থায়ী সমাধান করার।

আজকের খুলনা
আজকের খুলনা