• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

মির্জা ফখরুলকে পড়াশোনার অনুরোধ তথ্যমন্ত্রীর

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯  

 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পড়াশোনার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমি জানতাম যে তিনি অধ্যাপক ছিলেন। ঢাকা কলেজে তিনি নাকি পড়াতেন। আমিও তো পড়াতাম। তার সম্পর্কে আলাদা ধারণা ছিল। কিন্তু তিনি পড়াশোনা থেকে অনেক দূরে এটি বুঝতে পারছি। তিনি গত কয়েকদিন ধরে ভুল কথাবার্তা বলছেন।’   

‘রাষ্ট্রকে নাকি ধ্বংস করে দেওয়া হচ্ছে, রাষ্ট্রে আর কিছু অবশিষ্ট নেই।’ মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের সূত্র ধরে শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় নগরের প্রবর্ত্তক সংঘের নতুন ছাত্রীনিবাসের উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেশি। মির্জা ফখরুল ইসলাম যাই বলুক না কেন, পাকিস্তানের টেলিভিশনে তাদের বুদ্ধিজীবীরা আক্ষেপ করে বলছে-বাংলাদেশ আজ সমস্ত কিছুতে পাকিস্তানকে পেছনে ফেলে অনেকদূর এগিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আক্ষেপ করে বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়েছে। জাতিসংঘের মহাসচিব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। করতে পারেন না শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ও তাদের নেতৃবৃন্দ।

‘তারা (বিএনপি) সকাল বিকাল তিন বেলা আমাদের গালি দিয়ে বলেন-আমাদের কথা বলার কোনো অধিকার নেই। সকালে একবার আমাদের সমালোচনা করে। দুপুরে একবার করে। বিকালে একবার করে। আর বলে কথা বলার অধিকার নেই। তিনবার কথা বলে বলে, কথা বলার অধিকার নেই। আমি অনুরোধ জানাব, আপনারা সমালোচনা করুন। দায়িত্বে থাকলে সমালোচনা হবেই। কাঁচা আম থাকলে সেখানে ঢিল পড়বেই। অন্ধের মতো অজ্ঞের মতো সমালোচনা করবেন না। একটু পড়াশোনা করে সমালোচনা করুন। আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিন। আমরা শোধরে নেব।         

আজকের খুলনা
আজকের খুলনা