• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ডাকসু নির্বাচনের কোনো পদেই জয় পেল না বামজোট

আজকের খুলনা

প্রকাশিত: ১২ মার্চ ২০১৯  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের মতোই একটি পদেও জয় পায়নি বাম ছাত্র সংগঠনগুলোর জোট।

২৮ বছর পর সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন কোটা আন্দোলনকারীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুর।

জিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন।

ভিপি ও সমাজসেবা সম্পাদক বাদে ডাকসুর ২৫টি পদের বাকি ২৩টিতে বিজয়ী হয়েছেন ছাত্রলীগ নেতারা।

এ ছাড়া হল সংসদ নির্বাচনে ১৮ হলের মধ্যে ১২টিতে ছাত্রলীগের প্রার্থীরা সহসভাপতি (ভিপি) পদে ও বাকি ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪টিতে ছাত্রলীগ ও বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।

এর মধ্যে ছাত্রীদের পাঁচ হলের চারটিতে ভিপি পদে ও তিনটিতে জিএস পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

ফলে কোনো পদেই বাম ছাত্রজোটের কেউই ডাকসু ও হল সংসদ নির্বাচনে জয় পায়নি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলেরও একই অবস্থা।

নির্বাচনে অংশ নিতে ২৫ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর দুই মোর্চা ‘প্রগতিশীল ছাত্র জোট’ ও ‘সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য’।

প্যানেলে ভিপি (সহসভাপতি) হিসেবে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর এবং এজিএস (সহসাধারণ সম্পাদক) হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সহসভাপতি সাদিকুল ইসলাম সাদিকের নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে রাজিব কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে উলুল আমর তালুকদার, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে সুহাইল আহমেদ শুভ, আন্তর্জাতিক সম্পাদক পদে মীম আরাফাত, সাহিত্য সম্পাদক পদে রাজিব দাস, সংস্কৃতিক সম্পাদক পদে ফাহাদ হাসান আদনান, ক্রীড়া সম্পাদক পদে শুভ্রনীল রায়, ছাত্র পরিবহন সম্পাদক পদে হাসিব মো. আশিক এবং সমাজসেবা সম্পাদক পদে ফয়সাল মাহমুদ নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া সদস্যপদে ছিলেন মঈনুল ইসলাম তুহিন, আমিনুল ইসলাম, আদজাদ হোসেন, আফনান আক্তার, মিত্রময়, সালমান ফারসি, রাহাতিল রাহাত, আরমানুল হক, জেসান অর্ক, মনীষা আখতার, মাহির ফারহান খান, উদয় নাফিস ও মেহেদী।

আজকের খুলনা
আজকের খুলনা